Fancy Pigeon in Bangladesh
বাংলাদেশের ফেন্সি কবুতর
Fancy pigeon:
ফেন্সি কবুতর হল বিদেশি কবুতর। আমাদের দেশে অনেক প্রজাতির কবুতর পাওয়া যায়। যেমনঃ
Bangladeshi Pigeon :
Fancy Pigeon:
Pigmy Pouter |
Crested Helmet |
Red Carneau |
Danish Suabian |
Fantail pigeon |
জাত বা ধরন গুলো কোন নির্দিষ্ট কিছু নয়। বিভিন্ন রং, বৈশিষ্ট্য, গুণাগুণ, চোখ ইত্যাদি এর উপর ভিত্তি করে নামকরণ বা জাত ঠিক করা হয়। এছাড়া ক্রস ব্রিডিং -এর মাধ্যমেও নতুন জাত তৈরি হয়ে থাকে। সচরাচর লভ্য জাতগুলো হলোঃ
- হোমার (উড়াল প্রতিযোগিতায় ব্যবহার হয়)- হোমিং পিজিয়ন থেকে
- গোলা (দেশী কবুতর)
- লাক্ষা (সৌখিন) - ভারত থেকে এসেছে
- সিরাজী (সৌখিন ) - লাহোর নামে পাওয়া যায়
- গিরিবাজ - (উড়ানোর জন্য বিখ্যাত)
- কাগজি (সমস্ত শরীর সাদা কিন্তু সমস্ত চোখ কালো)
- চিলা
- গোররা (শরীর সাদা কালো মিশ্রণ, যেমন মাথা সাদা, পিঠ কালো, ডানা সাদা)
- চুইনা (সমস্ত শরীর সাদা কিন্তু সমস্ত চোখ কালো নয়)
- রান্ট
- প্রিন্স
- পটার
- ফ্রিল ব্যাক
- জ্যাকোবিন
- স্ট্রেসার
- মডেনা
- মুসল দম (সমস্ত শরীর কালো কিন্তু দম বা লেজ গুলো সাদা)
- নোটন (মাটিতে ডিগবাজি দেয়)
- কিং
আমরা এর প্রতিটির ডিটেইস আলোচনা করবো।