Sunday, February 18, 2018

Fancy Pigeon in Bangladesh (বাংলাদেশের ফেন্সি কবুতর)
Fancy Pigeon in Bangladesh

বাংলাদেশের ফেন্সি কবুতর

Fancy pigeon:

ফেন্সি কবুতর হল বিদেশি কবুতর। আমাদের দেশে অনেক  প্রজাতির কবুতর পাওয়া যায়। যেমনঃ

Bangladeshi Pigeon : 
 1. ঘোলা  কবুতর (Ghola Kobutor)।
 2. গিরিবাজ কবুতর।(Giribaj Kobutor).
 3. জালালি কবুতর। (Jalali Kobutor).
 4.     
  1. Ghola Kobutor


  3. Jalali Kobutor
  2. Giribaj Kobutor  Fancy Pigeon: 

  Pigmy Pouter


  Pigmy Pouter  Crested Helmet
  Crested Helmet  German Beauty Homer
  German Beauty Homer  red Carneau
  Red Carneau
  Danish Suabian
  Danish Suabian

  Fantail pigeon
  Fantail pigeon

  এছাড়াও আরো অনেক প্রজাতির কবুতর আমাদের দেশে পাওয়া যায় এবং তা পালন করে অনেকেই লাভবান হচ্ছেন।

  জাত বা ধরন গুলো কোন নির্দিষ্ট কিছু নয়। বিভিন্ন রং, বৈশিষ্ট্য, গুণাগুণ, চোখ ইত্যাদি এর উপর ভিত্তি করে নামকরণ বা জাত ঠিক করা হয়। এছাড়া ক্রস ব্রিডিং -এর মাধ্যমেও নতুন জাত তৈরি হয়ে থাকে। সচরাচর লভ্য জাতগুলো হলোঃ
  • হোমার (উড়াল প্রতিযোগিতায় ব্যবহার হয়)- হোমিং পিজিয়ন থেকে
  • গোলা (দেশী কবুতর)
  • লাক্ষা (সৌখিন) - ভারত থেকে এসেছে
  • সিরাজী (সৌখিন ) - লাহোর নামে পাওয়া যায়
  • গিরিবাজ - (উড়ানোর জন্য বিখ্যাত)
  • কাগজি (সমস্ত শরীর সাদা কিন্তু সমস্ত চোখ কালো)
  • চিলা
  • গোররা (শরীর সাদা কালো মিশ্রণ, যেমন মাথা সাদা, পিঠ কালো, ডানা সাদা)
  • চুইনা (সমস্ত শরীর সাদা কিন্তু সমস্ত চোখ কালো নয়)
  • রান্ট
  • প্রিন্স
  • পটার
  • ফ্রিল ব্যাক
  • জ্যাকোবিন
  • স্ট্রেসার
  • মডেনা
  • মুসল দম (সমস্ত শরীর কালো কিন্তু দম বা লেজ গুলো সাদা)
  • নোটন (মাটিতে ডিগবাজি দেয়)
  • কিং


  আমরা এর প্রতিটির ডিটেইস আলোচনা করবো। 

   কবুতর পালন ও আধুনিক কৃষি

   কবুতর পালন ও  আধুনিক কৃষি  kobutor palon কৃষি নয়, আধুনিক কৃষি এই ব্রত নিয়ে আমাদের যাত্রা। আর কৃষি বিপ্লের জন্য চাই পর্যাপ্ত ...