About Us



কিছু কথা


Site Naming: 

SamilInfo ব্লগ টা আমি ২০১২ থেকে শুরু করি। ব্লগ টার নাম নিয়ে অনেক চিন্তিত ছিলাম কি নাম দিবো ভেবে পাচ্ছিলাম না। তারপর এই নাম টা ভাল লাগলো যদিও এই নামের সাথে কবুতরের কোন মিল নেই তারপরো দিলাম।

Site Ranking: 

আলহামদুলিল্লাহ খুলার পর থেকে নিয়ে এখন পর্যন্ত আমাদের সাইট গুগোলের প্রথম পাইজে অবস্থান করে নিয়েছে। ইনশাআল্লাহ আগামি তেই থাকবে। আমি সাইটে কিছু এস ই ও করেছিলাম। এখনো করছি।

Related Topic:

কবুতর আমার সখ ছিল। আমি ২ টা কবুতর মানে এক জোড়া কবুতর থেকে প্রায় ২০০ কবুতর আল্লাহ্‌র রহমতে করেছিলাম। প্রথম প্রথম হেল্প করার মত তেমন কেউ ছিল না। অসুখ হলে কবুতর মরে যেত তারপর আস্তে আস্তে বিভিন্ন মানুষ আর বিজ্ঞ গনদের কাছে গিয়ে কবুতরের বিষয়ক সকল জ্ঞান লাভ করি তারপর মনে করি যে আমার এই  জ্ঞান গুলা সবার সাথে শেয়ার করি এই লক্ষে এই সাইট তৈরি করেছি।

About Site Owner:


আমি তেমন বিশেষ কেউ না তাই বলার মত কিছু নাই। 

আমার সাইটে ভিজিট করার জন্য আপনাদের সবাই কে অনেক ধন্যবাদ।

কবুতর পালন ও আধুনিক কৃষি

কবুতর পালন ও  আধুনিক কৃষি  kobutor palon কৃষি নয়, আধুনিক কৃষি এই ব্রত নিয়ে আমাদের যাত্রা। আর কৃষি বিপ্লের জন্য চাই পর্যাপ্ত ...