Saturday, January 20, 2018

Bangladeshi Pigeon (বাংলাদেশি কবুতর)

Pigeon of Bangladesh

আমাদের বাংলাদেশে পাওয়া যায় প্রধানত ৩ ধরনের কবুতরঃ

১। ঘোলা কবুতর।

ঘোলা কবুতর।
ঘোলা কবুতর।


আমাদের দেশের গ্রাম বা শহরে বেশির ভাগ মানুষ এই প্রজাতির কবুতর পালন করে থাকেন। কারন এই প্রজাতির কবুতর আমাদের দেশে জলবায়ুর সাথে খাপ খাইয়ে চলতে পারে।

কেন আমরা ঘোলা পালন করবো??


  • ঘোলা কবুতর আমাদের দেশি কবুতর।
  • তুলনা মূলক ভাবে এর দাম অনেক কম।
  • এরা আমাদের পরিবেশ ও জলবায়ুর সাথে তাল মিলিতে সক্ষম।
  • এদের রোগ বালাই কম হয়।
  • এরা অন্যান্য কবুতর থেকে দ্রুত সময় বাচ্চা উৎপাদনে সক্ষম। 
  • ঘোলা কবুতরের শরিরে গোস্তের পরিমান বেশি।

২। গিরিবাজ কবুতরঃ 

গিরিবাজ কবুতর
গিরিবাজ কবুতর



গিরিবাজ আমাদের দেশের অন্যতম জনপ্রিয় কবুতর। এই কবুতর গুলো দেখতে সুন্দর হয় আর এদের আকাশে উড়ার সক্ষমতা অনেক বেশি। অনেক বেশি সময় ধরে গিরিবাজ আকাশে উরতে পারে। 


গিরিবাজ পালনের লাভ সমুহঃ


  • গিরিবাজ এদেশের কবুতর তাই দেশি কবুতর বলে ফেন্সি কবুতিরের থেকে দাম কম।
  • বাসা চিনার ক্ষমতা বেশি।
  • সর্বচ্চ্য ৮ ঘণ্টা উড়তে পারে।
  • ফেন্সি কবুতরের তুলনায় এদের ডিম নষ্ট কম হয়।
  • তাই এদের বাচ্চাও বেশি হয়।
  • ঘোলার তুলনায় এরা কম গোস্তের অধিকারি।
  • এরা যে কোন খাবারে অভ্যস্ত।

৩। জালালি কবুতরঃ




জালালি কবুতর সাধারত বন্য কবুতর। এই প্রজাতির কবুতর খামার অথবা বাসায় পালা হয় না। অনেকের মুখে শুনা যায় যে এই কবুতর নাকি হজরত শাহ জালাল (রঃ) তার জীবৎকালে পালন করতেন। এই প্রকারের কবুতরের প্রতি মানুষের ভিন্ন ধরনের আবেগ ও সম্মান কাজ করে।

কবুতর পালন ও আধুনিক কৃষি

কবুতর পালন ও  আধুনিক কৃষি  kobutor palon কৃষি নয়, আধুনিক কৃষি এই ব্রত নিয়ে আমাদের যাত্রা। আর কৃষি বিপ্লের জন্য চাই পর্যাপ্ত ...