বিসমিল্লাহিররহ্মানিররহিম
কবুতর পালন নিয়া একটি ধাবাহিক ব্লগ
কবুতর একটি এমন পাখি যাকে সবাই খুব ভালভাসে। তাই কবুতর মানুষ লালন পালন করে। কবুতর পালন করতে হলে মোটামটি কবুতর সম্পরকে জ্ঞানের দরকার হয়। কবুতর সম্পরকে ভাল জ্ঞান থাকলে এর থাকা ভাল টাকা ইনকাম করা সম্ভব। বর্তমানে বহু মানুষ কবুতর পালন করে আল্লাহর ইচ্ছায় সাবলম্ভি হয় উঠেছে। আমার সাথে থেকে আপনিও হতে পারেন তাদের মধ্যে একজন। কথা না বাড়িয়া আমরা বিভিন্ন কবুতর সম্পরকে জানব। চলুন শুরু করা যাক আল্লাহর নামে।
কবুতরের প্রকারভেদঃ আমাদের দেশে ২ ধরেন কবুতর পাওয়া যায়।
দেশি কবুতর Bangladeshi pigeon দেশি কবুতর বলতে আমরা আমাদের দেশের কবুতর বুঝি। যেমনঃ ঘোলা কবুতর,জালালি কবুতর।
দেশি কবুতরের ডিম থেকে বাচ্চা ফুটার সময়ঃ দেশি কবুতরের ডিম থেকে বাচ্চা ফুটাতে সময় লাগে "১৫ থেকে ১৬" দিন আল্লাহর ইচ্ছায়।
দেশি কবুতরের খাবারঃ দেশি কবুতরের খাদ্য হল "গম, ধান,রেজা,ভুট্টা" ইত্যাদি।
২-বিদেশি কবুতর (fancy pigeon): বাংলাদেশের ছাড়া অন্য যে কোন দেশের কবুতরকে বিদেশি কবুতর বলে। যেমনঃ লক্ষা,শিরাজি,মেকপাই, শট পিস, ইত্যাদি।
বিদেশি কবুতরের ডিম থেকে বাচ্চা ফুটার সময়ঃ এটা কবুতরের উপর ভিত্তি করে। সাধারনত ২১ দিন লাগে।
দেশি কবুতরের খাবারঃ দেশি কবুতরের খাদ্য হল "গম, ধান,রেজা,ভুট্টা,ছোলা,ডাবলই" ইত্যাদি।
বিশেষ দ্রষ্টব্যঃ আমার সাথে থাকুন পরবর্তী পোস্ট পাওয়ার জন্য।